রবিবার ভারতের টেনিস আইকন বিজয় অমৃতরাজের জন্মদিন
কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): বিজয় অমৃতরাজ হলেন একজন কিংবদন্তি ভারতীয় টেনিস খেলোয়াড়। ১৪ ডিসেম্বর ১৯৫৩ মাদ্রাজে তিনি জন্মগ্রহণ করেন । প্রায় দুই দশক টেনিস খেলেছেন, এশিয়ার সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন তিনি। কেরিয়ারে ১৬টি সিঙ্গলস ও ১৪টি
ভারতের টেনিস আইকন বিজয় অমৃতরাজের আজ জন্মদিন


কলকাতা, ১৪ ডিসেম্বর (হি.স.): বিজয় অমৃতরাজ হলেন একজন কিংবদন্তি ভারতীয় টেনিস খেলোয়াড়। ১৪ ডিসেম্বর ১৯৫৩ মাদ্রাজে তিনি জন্মগ্রহণ করেন ।

প্রায় দুই দশক টেনিস খেলেছেন, এশিয়ার সেরা খেলোয়াড়দের মধ্যে অন্যতম ছিলেন তিনি। কেরিয়ারে ১৬টি সিঙ্গলস ও ১৪টি ডাবলস শিরোপা জয়ী তিনি।

১৯৭৩ সালে ইউএস ওপেন ও উইম্বলডনের কোয়ার্টার-ফাইনালে পৌঁছান। ১৯৭৪ ও ১৯৮৭ সালে ডেভিস কাপ ফাইনালে ভারতের হয়ে খেলেন।

২০২৪ সালে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হন।

১৯৮৩ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান 'পদ্মশ্রী' লাভ করেন।

জেমস বন্ডের 'অক্টোপসী' (১৯৮৩) এবং 'দি ভয়েজ হোম' (১৯৮৬) ছবিতে অভিনয় করেন।

ফক্স স্পোর্টস ও স্টার-টিভি-এর জন্য একজন বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন।

১৯৮০ সালে সিঙ্গেলসে তিনি ক্যারিয়ারের সেরা র‍্যাঙ্কিংয়ে পৌঁছেছিলেন (বিশ্ব নং ১৬)।

তিনি ২০০১ সালে শান্তির জন্য সম্মিলিত জাতিপুঞ্জের রাষ্ট্রদূত নিযুক্ত হন।

তিনি ২০০৬ সালে বিজয় অমৃতরাজ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande