
আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তির মূল ভিত্তি হলেন পৃষ্ঠা প্রমুখরা। প্রতিটি নির্বাচনে দলের বিজয় নিশ্চিত করতে তাঁরা নীরবে, প্রচারের আলো থেকে দূরে থেকে নিষ্ঠার সঙ্গে কাজ করেন—এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।
রবিবার মন্ত্রী রতনলাল নাথের নেতৃত্বে বিজেপি-এর মোহনপুর মণ্ডল কর্তৃক আয়োজিত পৃষ্ঠা প্রমুখ সম্মেলনে ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী এ কথা বলেন। সম্মেলনে মোহনপুর বিধানসভা কেন্দ্রের ৫৬টি বুথ থেকে এক হাজারেরও বেশি পৃষ্ঠা প্রমুখ, সমস্ত বুথ কমিটির সদস্য এবং বিভিন্ন মোর্চা ও সেলের কর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ সাহা ২০১৮ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি-এর উত্থানের কথা স্মরণ করেন। তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে তাঁর ভূমিকা ও সম্পর্কের কথা তুলে ধরে জানান, পৃষ্ঠা প্রমুখ হিসেবে দায়িত্ব পালন এবং সদস্যপদ অভিযান জোরদার করার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করার অভিজ্ঞতা তাঁর রয়েছে।
এরপর কোনও দলের নাম উল্লেখ না করে মুখ্যমন্ত্রী তিপ্রা মথার বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান। তিনি বলেন, উস্কানি দিয়ে রাজনীতি করার দিন শেষ হয়ে গেছে। অপরাধীরা কখনোই বিজেপি-এর কর্মী হতে পারে না এবং তারা উন্নয়ন ও সুশাসনের পক্ষে কাজ করতে অক্ষম।
ডাঃ সাহা আরও বলেন, হুমকি বা ভয় দেখিয়ে ভারতীয় জনতা পার্টিকে থামানো যাবে না। জনজাতি সম্প্রদায়ের মানুষ এখন বুঝতে পারছেন যে একমাত্র বিজেপি নেতৃত্বাধীন সরকারই প্রকৃত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিশ্বাসই আসন্ন টিটিএএডিসি নির্বাচনে বিজেপি-এর বিজয় নিশ্চিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সংগঠনকে আরও শক্তিশালী করতে পৃষ্ঠা প্রমুখসহ সকল স্তরের কর্মীদের পারস্পরিক আস্থা, ঐক্য ও সমন্বয়ের সঙ্গে কাজ করার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ বলেন, এই ঐতিহাসিক সম্মেলন পৃষ্ঠা প্রমুখদের নতুন উদ্যম ও উৎসর্গের সঙ্গে কাজ করতে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ ও বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, সাংসদ বিপ্লব কুমার দেব, মহিলা মোর্চার রাজ্য সভাপতি মিমি মজুমদার সহ দলের একাধিক শীর্ষ নেতা।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ