
আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : বাংলা সংস্কৃতির ঐতিহ্য সংরক্ষণ ও স্থানীয় শিল্পীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে আগরতলায় শুরু হওয়া সাপ্তাহিক সংস্কৃতি হাট ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা ব্যক্ত করেছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু।
রবিবার সন্ধ্যায় আগরতলার নন্দননগরে দেবরাম গ্রাম পঞ্চায়েতের সেনপাড়ায় বাংলা সংস্কৃতি বলয়ের উদ্যোগে আয়োজিত সাপ্তাহিক সংস্কৃতি হাটের দ্বিতীয় বার্ষিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাজ্যপাল তাঁর ভাষণে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ভোকাল ফর লোকাল’ শ্লোগান বাস্তবায়নে এই সাপ্তাহিক সংস্কৃতি হাট এক অনন্য উদাহরণ হয়ে উঠতে পারে। এই হাটের মাধ্যমে স্থানীয় শিল্পী ও উৎপাদকরা তাঁদের তৈরি সামগ্রী সরাসরি বাজারজাত করার সুযোগ পাবেন, যা তাঁদের আর্থিকভাবে আরও সমৃদ্ধ হতে সহায়তা করবে। এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য তিনি বাংলা সংস্কৃতি বলয়ের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মণ বলেন, সাপ্তাহিক সংস্কৃতি হাট রাজ্যের চিরাচরিত সংস্কৃতি ও লোকশিল্প সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পাশাপাশি এটি নতুন প্রজন্মের কাছে বাংলার সংস্কৃতি তুলে ধরার ক্ষেত্রেও সহায়ক হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।
এদিনের অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাজ্য বিধানসভায় সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, বিধায়ক রতন চক্রবর্তী এবং তথ্য ও সংস্কৃতি দফতরের সচিব ড. পি. কে. চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বাংলা সংস্কৃতি বলয়ের সভাপতি সেবক ভট্টাচার্য।
অনুষ্ঠানের শেষে রাজ্যপাল সংস্কৃতি হাট পরিদর্শন করেন এবং শিল্পীদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি অনুষ্ঠানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ