
আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং ছাত্র বৃন্দ ক্লাবের সহযোগিতায় রবিবার রাজধানীর নতুন নগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস।
আগামী ২৮ ডিসেম্বর ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অঙ্গ হিসেবে রবিবার এই মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্থানীয় ছাত্র বৃন্দ ক্লাবের সদস্যরা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। শিবিরের উদ্বোধন করে প্রাক্তন বিধায়ক ডাঃ দিলীপ দাস এই ধরনের সমাজসেবামূলক উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনটিকে স্বাগত জানান। তিনি বলেন, মানুষের কল্যাণে এ ধরনের সেবামূলক কাজ আরও বেশি করে হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, নিজেদের সাংগঠনিক কার্যকলাপের পাশাপাশি ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রাজধানীর জিবিপি ও আইজিএম হাসপাতালে রাত্রিকালীন পরিষেবা প্রদান, ট্রেড লাইসেন্স ও ফুড লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন কাজে সক্রিয়ভাবে যুক্ত রয়েছে। সংগঠনের কর্মকর্তারা জানান, সমাজের স্বার্থে এই ধরনের সেবামূলক কার্যক্রম আগামীদিনেও অব্যাহত থাকবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ