ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবায় এনএইচএম কর্মীদের ভূমিকা অপরিসীম : মন্ত্রী টিংকু
আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে ন্যাশনাল হেলথ মিশন (এনএইচএম) কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়। রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্র
মন্ত্রী টিংকু রায়


আগরতলা, ১৪ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরার স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নে ন্যাশনাল হেলথ মিশন (এনএইচএম) কর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়। রবিবার আগরতলার নজরুল কলাক্ষেত্রে ভারতীয় মজদুর সংঘ (বিএমএস) অনুমোদিত ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের প্রথম ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই কথা বলেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রী টিংকু রায়, ন্যাশনাল হেলথ মিশন কর্মী সংঘের সাধারণ সম্পাদক পীযূষ ভৌমিক, হেলথ মিশনের মিশন অধিকর্তা ডাঃ নূপুর দেববর্মা, বিএমএস-এর রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সহ অন্যান্যরা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সম্মেলনের উদ্বোধন করেন মন্ত্রী টিংকু রায় ও অন্যান্য অতিথিরা।

সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিংকু রায় বলেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে গ্রাম স্তরে ভিলেজ কমিটি, সাব সেন্টার ও কমিউনিটি হেলথ সেন্টারের মাধ্যমে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই সমস্ত পরিষেবার পরিচালনায় এনএইচএম কর্মীরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে অগ্রগতির পিছনে এনএইচএম কর্মীদের অবদান অপরিসীম বলেও তিনি উল্লেখ করেন।

এদিন ত্রিবার্ষিক রাজ্য সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে সাধারণ সম্পাদক পীযূষ ভৌমিক সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন। এর আগে বিএমএস-এর রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই সহ অন্যান্য বক্তারাও সম্মেলনে বক্তব্য রাখেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande