
খোয়াই (ত্রিপুরা), ১৪ ডিসেম্বর (হি.স.) : রবিবার খোয়াই থানার অন্তর্গত রামচন্দ্রঘাট এলাকায় অবস্থিত বালক বাবা আশ্রম থেকে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত মহিলার নাম রুমা দেবনাথ। জানা গেছে, তিনি দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে ওই আশ্রমেই বসবাস করে আসছিলেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, রবিবার দুপুর আনুমানিক দু’টা নাগাদ আশ্রমে থাকা অন্যান্য মহিলারা গোয়াল ঘরে গিয়ে রুমা দেবনাথকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি আশ্রম কর্তৃপক্ষ ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে খোয়াই থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালে পাঠায়।
ঘটনাটি আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে খোয়াই মহিলা থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তের ভিত্তিতেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ