
কলকাতা, ১৫ ডিসেম্বর(হি. স.) : সুদেষ্ণা স গ্লাম জোনের উদ্যোগে এক ক্রিশমাস ইন্দো-ওয়েস্টার্ন ফ্যাশন শ্যুট। কলকাতার বাঘাযতীনে স্টুডিও ৩২ এফ - ঠিকানায় অনুষ্ঠিত হল এক দুর্দান্ত ক্রিশমাস ইন্দো - ওয়েস্টার্ন ফ্যাশন শ্যুট। সুদেষ্ণা স গ্লাম জোনের কর্ণধার সুদেষ্ণা সরকার জানান, এই অভিনব ফ্যাশন শুটে সুদেষ্ণা স গ্লাম জোনের সঙ্গে কোলাবোরেশনে ছিলেন গোল্ডেন জরি অনলাইন বুটিকের কর্ণধার দেবলিকা সাহা। তাঁর ঐতিহ্যবাহী শাড়িগুলি সুদেষ্ণা স গ্লাম জোনের মডেলদের মাধ্যমে অসাধারণভাবে উপস্থাপিত হয়েছে। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন ন্যাশনাল অ্যাথলিট প্রবীর সরকার। তাঁর উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য সমস্ত মডেলদের ভীষণভাবে উৎসাহিত করেছে।
সব মিলিয়ে, শীতের সন্ধ্যায় সুদেষ্ণা স গ্লাম জোনের ইন্দো - ওয়েস্টার্ন শ্যুটিং পর্ব ছিল জমজমাট ও স্মরণীয় আয়োজনে ত্রুটি ছিল না।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত