কুয়াশার জের, বাংলা উত্তরপ্রদেশ খেলা ব্যাহত
কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : ঘন কুয়াশার কারণে দীর্ঘক্ষণ পর্যন্ত খেলা বাতিল। নির্ধারিত সময়ে এদিন তা শুরু করা যায় নি। মঙ্গলবার ব্যাঘাত ঘটেছে কোচবিহার ট্রফিতে বাংলা - উত্তরপ্রদেশ ম্যাচে। যদিও ঘন কুয়াশাতে ভরদুপুরেই প্রথম দিনে খেলা হল মাত্র ১৭ ওভার।
বাংলা ও উত্তরপ্রদেশ খেলায় একনজরে স্কোর


কলকাতা, ১৬ ডিসেম্বর (হি. স.) : ঘন কুয়াশার কারণে দীর্ঘক্ষণ পর্যন্ত খেলা বাতিল। নির্ধারিত সময়ে এদিন তা শুরু করা যায় নি। মঙ্গলবার ব্যাঘাত ঘটেছে কোচবিহার ট্রফিতে বাংলা - উত্তরপ্রদেশ ম্যাচে। যদিও ঘন কুয়াশাতে ভরদুপুরেই প্রথম দিনে খেলা হল মাত্র ১৭ ওভার।

উল্লেখ্য, কোচবিহার ট্রফিতে পরের পর্বে পৌঁছতে হলে উত্তরপ্রদেশের বিরুদ্ধে বাংলা দলকে জিততেই হবে। যদিও সেই লক্ষ্য কঠিন করে তুলেছে বরেলির আবহাওয়া। ঘন কুয়াশার কারণে এদিন এসআরএমএস ক্রিকেট মাঠে ওই ম্যাচের প্রথম দিনে খেলা তিনটে নাগাদ শুরু হয় ১ ঘণ্টা ১৫ মিনিটের কাছাকাছি খেলা হয়েছে। উত্তরপ্রদেশ টস জিতে ফিল্ডিং নেয়। এদিকে, দিনের শেষে বাংলা দলের স্কোর ৩/৮৯ রান। ওপেনার আদিত্য রায় ৩৮ বলে ৩৫ রানে অপরাজিত। আত্মজ মণ্ডল ২১ বলে ১০ রান, অধিনায়ক চন্দ্রহাস দাশ ২৫ বলে ২৭ রান ও আশুতোষ কুমার ১৬ বলে ৯ রানে আউট। অভিপ্রায় বিশ্বাস ২ বলে ৪ রানে অপরাজিত। যশ পানোয়ার ও রবি সাইনি একটি করে উইকেট পেয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande