
নয়াদিল্লি, ১৬ ডিসেম্বর (হি.স.) : মঙ্গলবার লোকসভায় পেশ করা হলো ভিবি-জি রাম জি বিল। এই বিলের মাধ্যমে একশো দিনের কাজের প্রকল্প মনরেগার নাম পরিবর্তন করে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা ভিবি-জি রাম-জি করার প্রস্তাব দিয়েছে কেন্দ্র। লোকসভায় এই বিলের তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ