
মুম্বই, ১৭ ডিসেম্বর(হি.স.): ভারতীয় পুরুষদের ডাবলস জুটি সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি তাদের বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস অভিযান শুরু করেছেন চিনের চ্যাং ওয়াং এবং ওয়েই কেং লিয়াংকে হারিয়ে।
বিশ্বের ৩ নম্বর জুটি প্রথম খেলায় হেরে গেলেও পরের দুটি খেলায় তারা লড়াই করে ৬০ মিনিটে ১২-২১, ২২-২০, ২১-১৪ ব্যবধানে জয়লাভ করে।
বৃহস্পতিবার ভারতীয় দল ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান এবং মহম্মদ শোহিবুল ফিকরির মুখোমুখি হবে। সাত্ত্বিক-চিরাগ এই জুটির মুখোমুখি হয়ে মাত্র একবার হেরেছেন।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি