অনূর্ধ্ব - ১৯ জয়ের হ্যাটট্রিক বাংলার, ২৩ রানে হারল কেরালা
থানে, ১৬ ডিসেম্বর (হি. স.) : ফের জয় বাংলার। মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফিতে জিতল বাংলা এবং জয়ের হ্যাটট্রিক দিয়ে নজির গড়ল।কেরালার বিরুদ্ধে এদিন ওই জয়। ঈপ্সিতার ৯৭ রান ও ব্যাটে - বলে প্রতিভা মান্ডির দাপট বজায় থাকল । মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়া
কেরালাকে ২৩ রানে হারিয়ে বাংলার জয়


থানে, ১৬ ডিসেম্বর (হি. স.) : ফের জয় বাংলার। মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান ডে ট্রফিতে জিতল বাংলা এবং জয়ের হ্যাটট্রিক দিয়ে নজির গড়ল।কেরালার বিরুদ্ধে এদিন ওই জয়। ঈপ্সিতার ৯৭ রান ও ব্যাটে - বলে প্রতিভা মান্ডির দাপট বজায় থাকল ।

মেয়েদের অনূর্ধ্ব - ১৯ ওয়ান - ডে ট্রফিতে জয়ের হ্যাটট্রিক সেরে এলিট বি - গ্রুপের শীর্ষে বাংলা। থানে'তে কেরালকে ২৩ রানে হারাল ঈপ্সিতা মণ্ডলের নেতৃত্বাধীন দল। টস জিতে ব্যাটিং করে বাংলা দল। নির্ধারিত ৫০ ওভারে দলগত স্কোর - ৬/২৬৫ রান।

উল্লেখ্য, অধিনায়িকা ঈপ্সিতা ১১৬ বল খেলে - ৯৭ তে রান আউট হয়েছে। তিন নম্বর শিবাংশী ৫৩ বলে - ৪৮ রানে অপরাজিত। প্রতিভা মাণ্ডি ঈপ্সিতার সঙ্গে ওপেন করতে নেমে ৬৬ বলে - ৪৩ রানের ইনিংস খেলে। আদ্রিজা সরকার ২৮ বলে - ৩৪ রান। অসীমা অ্যান্টনি ২ উইকেট।

এরপর ৪৯.৪ ওভারে ২৪২ রানে কেরালাকে বেঁধে ফেলে বাংলার বোলাররা। শ্রেয়া পি সিজু করে ১১৫ বলে সর্বাধিক - ৭৯ রান। জাহ্নবী রাজ পাসোয়ান ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৩ রান ও প্রতিভা মাণ্ডি ১০ ওভারে ৫০ রানের বিনিময়ে ৪টি করে উইকেট দখল করে। রিয়া কুমারী মাহাত ৮.৪ ওভারে ৩১ রানে ১ উইকেট নেয়।

প্রসঙ্গতঃ শুক্রবার মুম্বইয়ের বিকেসি মাঠে বাংলার পরবর্তী প্রতিপক্ষ সৌরাষ্ট্র।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande