
মুম্বই, ১৭ ডিসেম্বর(হি.স.): মঙ্গলবার গ্রুপ-পর্বের শেষ ম্যাচে ভারত মালয়েশিয়াকে ৩১৫ রানে হারিয়ে গ্রুপ-এ থেকে একমাত্র অপরাজিত দল হিসেবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
আয়ুষ মাহাত্রের নেতৃত্বাধীন দল শেষ চারে গ্রুপ বি থেকে রানার্সআপের মুখোমুখি হবে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কা গ্রুপে তাদের প্রথম দুটি খেলায় জয়লাভ করেছে এবং বুধবার শীর্ষস্থান নির্ধারণের জন্য মুখোমুখি হয়েছিল।
শ্রীলঙ্কানদের ৩৯ রানে হারিয়ে বাংলাদেশ সেমিফাইনালে ভারতের মুখোমুখি হয়েছে। বাংলাদেশের ২২৫ রানের উত্তরে শ্রীলংকা করে ১৮৬ রান। বাংলাদেশের শাহরিয়ার আহমেদ এবং ইকবাল হোসেন ইমন তিনটি করে উইকেট নেন।
যেহেতু শ্রীলঙ্কা গ্রুপ বি-তে দ্বিতীয় স্থানে ছিল, তাই সেমিফাইনালে তারা ভারতের প্রতিপক্ষ হবে। অন্য সেমিফাইনালে পাকিস্তান বাংলাদেশের মুখোমুখি হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি