কোচবিহার ট্রফিতে বাংলার বিদায় আসন্ন, ৪৫ রানে পিছিয়ে
বরেলি, ১৮ ডিসেম্বর (হি. স.) : প্রথম ইনিংসে এগিয়ে গেল উত্তরপ্রদেশ। এর সুবাদে কোচবিহার ট্রফি থেকেই বাংলার প্রায় একরকম বিদায় নিশ্চিত। নক - আউটে পৌঁছতে বাংলা দলকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে নিশ্চিতভাবেই জিততে হত। উল্লেখ্য, বরেলিতে কুয়াশার কারণে এই গুরুত্বপ
বাংলা ও উত্তরপ্রদেশ এর খেলা একনজরে


বরেলি, ১৮ ডিসেম্বর (হি. স.) : প্রথম ইনিংসে এগিয়ে গেল উত্তরপ্রদেশ। এর সুবাদে কোচবিহার ট্রফি থেকেই বাংলার প্রায় একরকম বিদায় নিশ্চিত। নক - আউটে পৌঁছতে বাংলা দলকে উত্তরপ্রদেশের বিরুদ্ধে নিশ্চিতভাবেই জিততে হত। উল্লেখ্য, বরেলিতে কুয়াশার কারণে এই গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথম দিন ১৭ ওভারের বেশি খেলা হয়নি। গতকাল একটি বলও হয়নি। বৃহস্পতিবার বাংলার প্রথম ইনিংস ৩৩.১ ওভারে ১৭১ রানে শেষ হয়। অভিপ্রায় বিশ্বাস - ৪১ রান, আদিত্য রায় ৪০ রান, বিরাট চৌহান ৩২ রান ও অধিনায়ক চন্দ্রহাস দাশ ২৭ রান করে। রবি সাইনি ৩টি এবং যশ পারমার, আয়ান আক্রম ও ভবি শর্মা ২টি করে উইকেট দখল করে।

এরপর বাংলার রান টপকে যায় উত্তরপ্রদেশ। তৃতীয় দিনের শেষে প্রথম ইনিংসে তাদের দলগত স্কোর ৭১ ওভারে ৮/২১৬ রান। যুবরাজ সর্বাধিক ৭৫ রান করে। বিরাট চৌহান ৬টি মেডেন - সহ ১৫ ওভারে ৪৫ রান দিয়ে পাঁচ উইকেট নেয়। রোহিত ২টি ও সিদ্ধার্থ ঘোষ ১ টি উইকেট পেয়েছে। প্রসঙ্গতঃ ৪৫ রানে এগিয়ে উত্তরপ্রদেশ। পিছিয়ে পড়েছে বাংলা।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande