বৃহস্পতিবার বিজয় হাজারের মৃত্যু বার্ষিকী
কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.) : বিজয় হাজারে ভারতের একজন কিংবদন্তি ক্রিকেটার, যিনি ১৯৫০-এর দশকে ভারতকে প্রথম টেস্ট জয় এনে দিতে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। তাছাড়া ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট জয় (ইনিংসে
আজ ভারতের কিংবদন্তি  ক্রিকেটার বিজয় হাজারের মূত্যু দিন


কলকাতা, ১৮ ডিসেম্বর (হি.স.) : বিজয় হাজারে ভারতের একজন কিংবদন্তি ক্রিকেটার, যিনি ১৯৫০-এর দশকে ভারতকে প্রথম টেস্ট জয় এনে দিতে নেতৃত্ব দিয়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। তাছাড়া ১৯৫২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম টেস্ট জয় (ইনিংসে জয়) তাঁর অধিনায়কত্বে আসে, যা ছিল ভারতের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত।

তাছাড়া তার উল্লেখযোগ্য মূহুর্ত গুলোর মধ্যে রয়েছে ১৯৪৮ সালের অস্ট্রেলিয়া সফরে ডন ব্র্যাডম্যানের অপরাজিত দলের বিরুদ্ধে অ্যাডিলেড টেস্টে উভয় ইনিংসে সেঞ্চুরি। এছাড়া তিনি প্রথম ভারতীয় হিসেবে টানা তিনটি টেস্টে সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন এবং প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে ১০০০ টেস্ট রান করেন।

হাজারের টেস্ট রেকর্ড বেশ সমৃদ্ধ ছিল। ৩০ টেস্টে ৪৭.৬৫ গড়ে ৭ সেঞ্চুরি সহযোগে ২,১৯২ রান করেন। টেস্টে ২০ উইকেট লাভ করেছেন। তার মধ্যে ডোনাল্ড ব্র্যাডম্যান তিনবার তার শিকারে পরিণত হন।

তাছাড়া ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্রের হয়ে তার অবদান ছিল অনবদ্য। প্রথম শ্রেণীর ক্রিকেটে ২৩৮টি ম্যাচ খেলে ১৮,৭৪০ রান করেছিলেন। সেঞ্চুরি করে ছিলেন ৬০টি আর অর্ধ সেঞ্চুরি ছিল ৭৩টি। সর্বোচ্চ রান অপরাজিত ৩১৬। উইকেট ৫৯৫টি। ৫ উইকেটে ২৭ বার। সেরা বোলিং ৯০ রানে ৮ উইকেট।

১৯৬০ সালে তিনি প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে 'পদ্ম শ্রী' সম্মানে ভূষিত হন। তাঁর সম্মানার্থে বিসিসিআই ৫০-ওভারের লিস্ট এ বিখ্যাত ক্রিকেট টুর্নামেন্ট 'বিজয় হাজারে ট্রফি'-এর নামকরণ করেছে।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার অল্প কিছুদিন পর তিনি ভারতের টেস্ট দলের নির্বাচকও হন।

দীর্ঘদিন ক্যান্সারজনিত রোগে আক্রান্ত থাকার পর আজকের দিনে ১৮ ডিসেম্বর, ২০০৪ সালে এই কিংবদন্তি ক্রিকেটারের দেহাবসান ঘটে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande