
প্যারিস, ১৮ ডিসেম্বর (হি.স.): গত মরসুমে ট্রেবল জয়ের পর এই মরসুমেও দারুণ ছন্দে রয়েছে পিএসজি। সেই ধারা বজায় রেখে ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতল ফরাসি ক্লাব পিএসজি। তবে ব্রাজিলিয়ান ক্লাবটিকে হারাতে ঘাম ঝরাতে হয়েছে এনরিকের দলকে। শেষ পর্যন্ত জিততে হয়েছে টাই ব্রেকারে।
কাতারের আহমেদ বিন আলি স্টেডিয়ামে বুধবার রাতে ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে শিরোপা জয়ের ম্যাচটি নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ ড্রয়ের পর, টাইব্রেকারে ২-১ ব্যবধানে জিতেছে পিএসজি।
চলতি বছরের জানুয়ারিতে ফরাসি সুপার কাপ জিতে প্রথম শিরোপার স্বাদ পেয়েছিল পিএসজি। এরপর বছরের মাঝামাঝি এসে ফরাসি কাপ, লিগ আঁ ও প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতে ট্রেবল জয়ের কীর্তি গড়ে প্যারিসের দলটি।
সাফল্যে রাঙা বছরের শেষটাও তারা শেষ করল আরেকটি ট্রফি জিতে। সেই সঙ্গে পেল বিশ্বের সেরা ক্লাবের মর্যাদা।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি