
কটক, ১৮ ডিসেম্বর (হি. স.) : বিজয় মার্চেন্ট ট্রফি ক্রিকেটে কেরালা'কে বৃহস্পতিবার বেশ চাপে রাখল বাংলার ক্রিকেটাররা। অনূর্ধ্ব - ১৬ বিজয় মার্চেন্ট ট্রফিতে কেরলকে প্রথম দিনেই চাপ বজায় থাকল। কটকের ড্রিমস (DRIEMS) মাঠে টসে জিতে ব্যাটিং নেয় কেরালা দল। প্রথম দিনের শেষে কেরলের দলগত স্কোর ৯৪ ওভারে ৮/ ১৬৫ রান। ধীরজ গোপীনাথ ২২৬ বলে সর্বাধিক ৬২ রান করে। ত্রিপর্ণ সামন্ত তিনটি ও উৎসব শুক্লা ২টি উইকেট নেয়। একটি করে উইকেট পেয়েছে মহম্মদ আশিফ ও প্রবীণ ছেত্রী। এলিট গ্রুপ সি - তে এই মুহূর্তে কেরালা ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বর স্থানে রয়েছে এবং বাংলা ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে। এই মুহূর্তে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে মুম্বই (১০ পয়েন্ট) ও দ্বিতীয় স্থানে রয়েছে অসম (৮ পয়েন্ট)।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত