
ঢাকা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : ভারত-বিদ্বেষের পালে হাওয়া দিতে সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে রাতভর চলেছে ধ্বংসযজ্ঞ। পুড়িয়ে দেওয়া হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি-বই। ভেঙে ফেলা হয়েছে অসংখ্য বাদ্যযন্ত্র।
বৃহস্পতিবার রাতে ছায়ানটে হামলা চালায় বিক্ষোভকারীরা। ভাঙচুরের পর অগ্নিসংযোগ করে দেওয়া হয় ভবনে। আছড়ে ভেঙে ফেলা হয় হারমোনিয়াম-সহ বহু বাদ্যযন্ত্র। পাশাপাশি, পুড়িয়ে দেওয়া হয় রবি ঠাকুরের বই এবং ছবি। ছেঁড়া হয় লালন ফকিরের ছবিও।
শুধু তাই নয়, বহু বাদ্যযন্ত্রও জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ছায়ানটের একাধিক ছবি এবং ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে (যদিও সেগুলির সত্যতা যাচাই করা হয়নি)। সেখানে দেখা গিয়েছে, ভবনের ভিতরের কক্ষগুলি তছনছ হয়ে গিয়েছে।
ভাঙচুরের পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে বহু বাদ্যযন্ত্র। কক্ষগুলিতে পড়ে রয়েছে ছাইয়ের স্তূপ। এমনকী ছায়ানটের প্রতিষ্ঠাতা প্রয়াত সনজীদা খাতুনের ছবিও ছিঁড়ে ফেলেছে হামলাকারীরা।
ছায়ানটে হামলার ঘটনায় নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে। তিরস্কৃত হচ্ছেন সেদেশের অন্তবর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত