বাংলাদেশে আইএসআই-এর বড় জঙ্গি হামলার ছকের আশঙ্কা
ঢাকা, ১৯ ডিসেম্বর (হি. স. ) : বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানের উপর বড়সড় জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্রে এখবর জানা গিয়েছে। সূত্র অনুযায়ী, বছর শেষের আগেই নাকি বাংলাদেশে ভারতীয়
বাংলাদেশে আইএসআই-এর বড় জঙ্গি হামলার ছকের আশঙ্কা


ঢাকা, ১৯ ডিসেম্বর (হি. স. ) :

বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিক ও কূটনৈতিক প্রতিষ্ঠানের উপর বড়সড় জঙ্গি হামলার ছক কষছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। গোয়েন্দা সূত্রে এখবর জানা গিয়েছে।

সূত্র অনুযায়ী, বছর শেষের আগেই নাকি বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার দফতর, ভিসা দফতরে আত্মঘাতী হামলা ছক আইএসআইয়ের। এই ষড়যন্ত্রে সক্রিয়ভাবে একাধিক কট্টরপন্থী ইসলামি সংগঠন জড়িত বলেও গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য জামাত-ই-ইসলামি, নিষিদ্ধ সংগঠন হিজব উত তাহরির, আনসার আল ইসলাম এবং তথাকথিত ‘স্ট্র্যান্ডেড পাকিস্তানি’ বা মোহাজির সম্প্রদায়ের একটি অংশ।

গোয়েন্দা সূত্রের খবর, ১৭ ডিসেম্বর ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচির পিছনে আইএসআই-র হাত রয়েছে। পরিকল্পনা ছিল কমিশন চত্বরে অগ্নিসংযোগ, ভাঙচুর এবং ভারতীয় কূটনীতিকদের শারীরিকভাবে আক্রমণ করা। যদিও নিরাপত্তা ব্যবস্থার কারণে বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে।

কেন্দ্রীয় গোয়েন্দারা জেনেছে, বাংলাদেশে ভারত বিরোধী কার্যক্রমের মূলে রয়েছে আইএসআই-র ছক। সম্প্রতি ‘মোহাজির রেজিমেন্ট’ নামে একটি নতুন জঙ্গি ইউনিট গঠনের তথ্য মিলেছে। যেখানে বাংলাদেশে থাকা পাকিস্তানি যুবকদের নিয়োগ করা হয়েছে। এই ইউনিটকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে প্রাথমিক খবর পেয়েছে গোয়েন্দারা।

সবচেয়ে উদ্বেগজনক তথ্য হল হামলার নীলনকশা বাস্তবায়নের নেতৃত্ব দিতে পারে এক কুখ্যাত জিহাদি প্রকাশনার সম্পাদক। যিনি আগে থেকে দক্ষিণ এশিয়ায় উগ্রপন্থী প্রচারের সঙ্গে যুক্ত। তার মাধ্যমে অনলাইন ও অফলাইন—দুই মাধ্যমেই উসকানি ছড়ানো হচ্ছে বলে গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande