‘অসম দিবস’-এ অসমের ‘বোন ও ভাইদের’ শুভেচ্ছা অমিত শাহর
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : ‘অসম দিবস’-এ অসমের আমাদের বোন ও ভাইদের আন্তরিক শুভেচ্ছা।” মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এই উপলক্ষ অহম যুগের গৌরবকে স্মরণ কর
অমিত শাহ


নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : ‘অসম দিবস’-এ অসমের আমাদের বোন ও ভাইদের আন্তরিক শুভেচ্ছা।” মঙ্গলবার এক্স হ্যান্ডলে এই বার্তা দিলেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “এই উপলক্ষ অহম যুগের গৌরবকে স্মরণ করিয়ে দেয় এবং আসামের সমৃদ্ধ সংস্কৃতি রক্ষার প্রতি আমাদের অঙ্গীকারকে আরও দৃঢ় করে। এর জন্য প্রতিটি ভারতীয় অত্যন্ত গর্বিত।

গত ৯ বছরে মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার শান্তির যুগের সূচনা করেছে। অসমকে উন্নয়ন ও শিক্ষার কেন্দ্রে পরিণত করেছে এবং এই অগ্রগতি অব্যাহত রাখার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। দিনটি আমাদের ঐক্যের বন্ধনকে আরও শক্তিশালী করে আমাদের সংস্কৃতির সাথে আমাদের সংযোগ আরও গভীর করুক।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande