সৈয়দ মুস্তাক আলি ট্রফি ক্রিকেটে বাংলার ফের জয়, সেঞ্চুরিতে করণ লাল
কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : হায়দরাবাদের জিমখানা মাঠে দাপট দেখিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের পথে ফিরল বাংলা। হিমাচল প্রদেশের ২০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রাকেও তুচ্ছ করলেন করণ লাল। টি - ২০ কেরিয়ারের প্রথম শতরান ৫০ বলে ১১৩ রান। তাতে ৮টি চার ও ১০টি
বাংলা ও হিমাচলপ্রদেশের মধ্যে খেলায় জয়ী বাংলা


কলকাতা, ২ ডিসেম্বর (হি. স.) : হায়দরাবাদের জিমখানা মাঠে দাপট দেখিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে জয়ের পথে ফিরল বাংলা। হিমাচল প্রদেশের ২০৮ রানের বিশাল লক্ষ্যমাত্রাকেও তুচ্ছ করলেন করণ লাল। টি - ২০ কেরিয়ারের প্রথম শতরান ৫০ বলে ১১৩ রান। তাতে ৮টি চার ও ১০টি ছয় রয়েছে । অভিষেক পোড়েলের সঙ্গে ওপেনিং জুটিতে মাত্র ৭.৪ ওভারে দলগত স্কোর ১০৫ রান। অভিষেক ২৬ বলে ৪১ করে ফিরলেও করণের আক্রমণাত্মক ব্যাটিং ম্যাচের মোড় এদিন ঘুরিয়ে দিয়েছে।

যদিও এর আগেই হিমাচলের একান্ত সেন - ৮৯ রান ও পুখরাজ মান - ৭৯ রানের ব্যাটিং দাপটে ২০ ওভারে স্কোর পৌঁছে যায় ২০৮ রানে। বাংলার পক্ষে শাহবাজ আহমেদ তিনটি উইকেট নেয়। শামি ও মুকেশ একটি করে পেয়েছে। তবে বড় রান তোলার চাপ করণ লাল একক ভাবে সামলে দেন ।

মঙ্গলবার খেলার শেষদিকে সুদীপ ঘরামি ১৮ ও আকাশ দীপ ১৭ নিশ্চিত করেন ওই জয়। ৮ বল বাকি থাকতেই ৫ উইকেটে ম্যাচ জিতল বাংলা। এই মুহূর্তে তাদের ৪ ম্যাচে বাংলার ১২ পয়েন্ট সংগ্রহ হল। উল্লেখ্য, আগামী বৃহস্পতিবার সার্ভিসেসের বিরুদ্ধে আরও একবার জয়ের ছাপ রাখতে মরিয়া অভিমন্যু ঈশ্বরনের দল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande