
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : ভোটার তালিকার ‘বিশেষ নিবিড় সংশোধন’ (এসআইআর) নিয়ে সংসদে আলোচনায় রাজি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই আলোচনা হবে সংসদে।
সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু মঙ্গলবার সমাজমাধ্যমে একটি পোস্টে এই ইঙ্গিত দিয়েছেন। যদিও তাৎপর্যপূর্ণ ভাবে পোস্টে ‘এসআইআর’ শব্দটির উল্লেখ নেই।
পোস্টে রিজিজু লিখেছেন, ‘‘৯ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে নির্বাচনী সংস্কারের উপর আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে।’’ লোকসভা সচিবালয় সূত্রের খবর, ১০ ঘণ্টা সময় বরাদ্দ হয়েছে আলোচনার জন্য।
শীতকালীন অধিবেশনের শুরু থেকেই এসআইআর নিয়ে আলোচনা চেয়েছে বিরোধীরা। শীতকালীন অধিবেশেনের প্রথম দিন থেকেই এসআইআর নিয়ে বিরোধীদের আলোচনার দাবিতে তপ্ত হয়ে উঠেছে সংসদ। সোমবার দফায় দফায় মুলতুবি করে দিতে হয় লোকসভার অধিবেশন। সেই একই ছবি ছিল মঙ্গলবারও। এদিনও বিরোধী শিবির সম্মিলিতভাবে বিক্ষোভ দেখানোয় দফায় দফায় মুলতুবি করে দিতে হয় অধিবেশন। সরকার দাবি না মানায় সংসদ চত্বরে ফের বিক্ষোভ দেখানো শুরু করে বিরোধী শিবির। অবশেষে মন্ত্রী কিরেণ রিজিজুর পোস্টে স্বস্তির নিশ্বাস ফেললেন অনেকে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত