
কলকাতা, ২ ডিসেম্বর ( হি. স.) : ভিলাইয়ের সেক্টর ১০ বিএসপি ক্রিকেট স্টেডিয়ামে কোচবিহার ট্রফির এলিট পর্বে তৃতীয় খেলায় প্রথম ইনিংসে পিছিয়ে থেকেও দমে যায়নি বাংলা। ছত্তিশগড়ের ১৭৫ রানের জবাবে মাত্র ৫০ ওভারে ১৪৫ রানে গুটিয়ে গেলেও দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন অগস্ত্য শুক্লা। ৩৩.৩ ওভারে ৬৮ রানে ৮ টি উইকেট পড়ে যায় বাংলার। মঙ্গলবার সে হাফ সেঞ্চুরি করেছে। এরপর অগস্ত্যের ব্যাটে সাতটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি, ৫৩ বলে ৫৭ রান করেছে। এর পাশাপাশি ভরসার যোগানে কুশল গুপ্ত - ২৬, অপরাজিত ও আশুতোষ কুমার - ২৩ রান। তবুও প্রথম ইনিংস ঘোরাতেই পারেনি বাংলা।
এদিনের খেলায় বল হাতে জবাব দিতে নামতেই রোহিত যাদবের আগুনে স্পেল। ২১ ওভারে ৯টি মেডেন, মাত্র ৩৮ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ছত্তিশগড়কে চাপে রাখেন তিনি। অগস্ত্যও নিজের সাধ্যমতো অবদান রাখেন—৭ ওভারে ৮ রান দিয়ে নেন একটি উইকেট।
এদিকে দ্বিতীয় দিনের শেষে ছত্তিশগড় ৬২ ওভারে ৪ উইকেটে ১২৯ রান করে। ক্রিজে নিতান্ত সিং - ৪৫ ও বেদাংশ খেড়িয়া ২৯ রান তুলেছে। ম্যাচের ভাগ্য এখন তৃতীয় দিনের লড়াইয়ে। রোহিত-অগস্ত্যের জোড়া আক্রমণে বাংলার আশার আলো।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত