
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): সরকার সর্বদা আলোচনার জন্য প্রস্তুত, বিরোধীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা গিরিরাজ সিং। সংসদে বিরোধীদের হইহট্টগোলের তীব্র নিন্দা করে মঙ্গলবার গিরিরাজ বলেন, আমরা প্রস্তুত ছিলাম। আমরা কখনও বলিনি যে আমরা এসআইআর নিয়ে আলোচনা করব না, কিন্তু তাঁরা (বিরোধীরা) আলোচনা করতে চায়নি। তাঁরা হট্টগোল তৈরি করতে চেয়েছিল। তাঁরা লোকসভা ব্যাহত করতে চেয়েছিল। সরকার শুরু থেকেই বলে আসছে, আলোচনার জন্য প্রস্তুত এবং যখন জনগণ তাঁদের (বিরোধীদের) থাপ্পড় মারল।
উল্লেখ্য, এসআইআর ইস্যুতে বিরোধীদের হট্টগোলে উত্তাল হয়ে ওঠে সংসদ। দিনের মতো মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। রাজ্যসভার কাজও ব্যাহত হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা