
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): এসআইআর ইস্যুতে বিরোধীদের হট্টগোলে উত্তাল সংসদ। দিনের মতো মুলতুবি হয়ে গেল লোকসভার অধিবেশন। মঙ্গলবার ছিল সংসদের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন। এদিন শুরু থেকেই এসআইআর-সহ অন্যান্য ইস্যুতে বিরোধীরা হইহট্টগোল করেন।
ফলে দফায় দফায় মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন। প্রথমে বারোটা, তারপর দু'টো পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। নিম্নকক্ষে শান্তি না ফেরার শেষে দিনের মতো লোকসভার অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। রাজ্যসভার অধিবেশনও দিনের মতো মুলতুবি করে দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা