
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি. স.) : সুরক্ষা সংক্রান্ত শংসাপত্র ছাড়াই মাসভর যাত্রী পরিষেবা দিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। গুরুতর এই অভিযোগ সামনে আসার পর বরখাস্ত করা হয়েছে এয়ার ইন্ডিয়ার একাধিক কর্মীকে। এই ঘটনায় বেসামরিক বিমান চলাচল অধিদফতর -এর কাছে রিপোর্ট করা হয়েছে।
জানা গিয়েছে, বিমান সংস্থার অভ্যন্তরীণ পর্যবেক্ষণ চলাকালীন নজরে আসে বিষয়টি। জানা যায়, গত নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার A320 বিমান বৈধ সুরক্ষা সার্টিফিকেট ছাড়াই একাধিকবার যাত্রী-সহ আকাশে ওড়ে। এবং যাত্রীদের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে। এই ঘটনায় এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, প্রয়োজনীয় নিয়ম না মানা এবং যাত্রী সুরক্ষার সঙ্গে ছেলেখেলা করার অভিযোগে ওই বিমানের সঙ্গে জড়িত সমস্ত কর্মী আধিকারিকদের সাসপেন্ড করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।
এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিষয়টি নজরে আসার পরই ডিজিসিএ-কে রিপোর্ট করা হয়েছে। অভিযুক্ত কর্মীদের এই বিষয়ে জবাবদিহি করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি