
চেন্নাই, ২ ডিসেম্বর (হি.স.): সাতসকালে মেট্রো বিভ্রাট চেন্নাইয়ে। গন্তব্যে পৌঁছনোর আগেই ঘটে গেল বিপত্তি। সাবওয়েতে যান্ত্রিক ত্রুটির জেরে থমকে গেল মেট্রো। যার ফলে হেঁটে হেঁটেই সাবওয়ে দিয়ে যাত্রীদের আসতে হল। মঙ্গলবার সকালে চেন্নাই মেট্রোর ব্লু লাইনে এমনই ঘটেছে বিপত্তি। চেন্নাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উইমকো নগর ডিপো পর্যন্ত যায় ব্লু লাইন মেট্রো। চেন্নাই মেট্রোর খুবই গুরুত্বপূর্ণ রুট এটি। সেখানেই মঙ্গলবার সকালে ঘটে বিপত্তি।
অভিযোগ, যান্ত্রিক ত্রুটির জেরে সেন্ট্রাল মেট্রো ও হাইকোর্ট স্টেশনের মাঝে আটকে পড়ে একটি রেক। বন্ধ হয়ে যায় মেট্রোর ভিতরের বিদ্যুৎ সংযোগ, অভিযোগ যাত্রীদের। প্রায় ১০ মিনিট ধরে চলতে থাকে এই পরিস্থিতি। অন্ধকূপের মধ্যে আটকে দমবন্ধকর পরিস্থিতি হয় যাত্রীদের। দশ মিনিট পর মেট্রো কর্তৃপক্ষের তরফে একটি ঘোষণা করা হয়, সুড়ঙ্গ দিয়ে মেট্রো লাইন বরাবর ৫০০ মিটার হেঁটে নিকটবর্তী হাইকোর্ট স্টেশনে পৌঁছতে হবে। সেইমতো সাবওয়ে ধরে হাঁটতে থাকেন যাত্রীরা।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা