
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকার দেশব্যাপী রাজভবনের নাম পরিবর্তন করে লোকভবন করার ঘোষণা করেছে। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ-সহ দেশের বিভিন্ন রাজ্যে রাজভবনের নাম পরিবর্তন করে রাখা হয়েছে লোকভবন।
এবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নাম রাখা হয়েছে সেবা তীর্থ। এ বিষয়ে অনুমোদনও দিয়েছে ভারত সরকার। কেন্দ্রীয় সচিবালয়কে কর্তব্য ভবন হিসেবে পুনঃনামকরণ করা হয়েছে।
সরকারি সূত্রের দাবি, প্রধানমন্ত্রীর কার্যালয় হবে এমন এক কর্মক্ষেত্র যা ‘সেবা’ বা ‘সেবার চেতনা’ প্রতিফলিত করবে। যেখানে জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এই নামের মাধ্যমে প্রশাসনকে জনগণের প্রতি সেবার এক ‘তীর্থক্ষেত্র’ হিসেবে তুলে ধরা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা