
নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): লোকসভায় হইহট্টগোলের জন্য বিরোধীদের তীব্র সমালোচনা করলেন সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তিনি বলেন, নির্বাচনে পরাজয়ের ক্ষোভ সংসদে প্রকাশ করা ঠিক নয়। মঙ্গলবার এসআইআর-সহ একাধিক ইস্যুতে লোকসভায় হইচই করেন বিরোধীরা।
সেই হট্টগোলের সমালোচনা করে রিজিজু বলেন, আমরা বারবার শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আলোচনা করার আহ্বান জানিয়েছি। আমরা সবসময় বলেছি, একটি বিষয় উত্থাপন করলে অন্য বিষয়ে আপস করা যাবে না। কিছু দলের পক্ষে সংসদে বিশৃঙ্খলা করা ঠিক নয়। নির্বাচনে জয়-পরাজয় সবসময়ই থাকে, কিন্তু সংসদে এই পরাজয়ের ক্ষোভ প্রকাশ করা ঠিক নয়। আমরা যে কোনও বিষয় নিয়ে আলোচনা করতে প্রস্তুত। আমি বিরোধী সাংসদদের কাছে আবেদন করছি, তারা যেন সংসদের কার্যক্রম ব্যাহত না করেন।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌমিতা