
কলকাতা, ২ ডিসেম্বর(হি.স.): মঙ্গলবার কলকাতায় বিহার এবং মহারাষ্ট্রের মধ্যে গ্রুপ-পর্বের ম্যাচে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে বৈভব সূর্যবংশী তাঁর প্রথম সেঞ্চুরি করেন।
১৪ বছর বয়সী এই খেলোয়াড় সৈয়দ মোস্তাক আলী ট্রফিতে ইতিহাসে সবচেয়ে কম বয়সী হিসেবে সেঞ্চুরি করেন, ৫৮ বল খেলে সাতটি চার এবং সমান ছক্কা হাঁকান।
২০২৫ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মরসুমে রাজস্থান রয়্যালসের হয়ে গুজরাট টাইটান্সের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে তিনি ইতিমধ্যেই সর্বকনিষ্ঠ টি-টোয়েন্টি সেঞ্চুরি করার রেকর্ডটি দখল করে রেখেছেন।
সূর্যবংশী, যিনি শেষ কয়েকটি ম্যাচে ১৪, ১৩ এবং ৫ রানের কম স্কোর সহ সংক্ষিপ্ত রান-খরার মুখোমুখি হয়েছিলেন, তিনি এর আগে ৩৪ বলে টুর্নামেন্টের প্রথম ফিফটি করেছিলেন।
বাঁ-হাতি এই ব্যাটসম্যান ৬১ বলে ১০৮ রানে অপরাজিত থাকেন, যার ফলে বিহার ২০ ওভারে তিন উইকেটে ১৭৬ রান করে।
---------------
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি