কাটিহারে বিদেশি মদ সহ গ্রেফতার তিন চোরাকারবারি
কাটিহার, ২০ ডিসেম্বর (হি.স.) : অবৈধ মদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে গিয়ে বিহারের কাটিহার জেলার রোশনা থানা পুলিশ ১০৪.১৪৫ লিটার বিদেশি মদ সহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। একটি টেম্পো থেকে এই বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়। শনিবার পুলিশ সূত্রে
কাটিহারে বিদেশি মদ সহ গ্রেফতার তিন চোরাকারবারি


কাটিহার, ২০ ডিসেম্বর (হি.স.) : অবৈধ মদের বিরুদ্ধে অভিযান জোরদার করতে গিয়ে বিহারের কাটিহার জেলার রোশনা থানা পুলিশ ১০৪.১৪৫ লিটার বিদেশি মদ সহ তিনজন চোরাকারবারিকে গ্রেফতার করেছে। একটি টেম্পো থেকে এই বিপুল পরিমাণ মদ উদ্ধার করা হয়।

শনিবার পুলিশ সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গ থেকে দুটি টেম্পোতে করে অবৈধ মদের চালান মহানন্দা চেকপোস্টের দিকে আনা হচ্ছে। এমনই গোপন তথ্যের ভিত্তিতে রোশনা থানার পক্ষ থেকে চেকপোস্ট এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। তল্লাশির সময় পুলিশকে দেখে টেম্পো আরোহীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তিনজনকে আটক করে।

ধৃত অভিযুক্তদের নাম সুনীল কুমার মণ্ডল (৩৫), রমন কুমার (২৩) ও অমিত কুমার যাদব (১৯)। তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলায় অবৈধ মদ পাচার রুখতে এই ধরনের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande