যৌন অপরাধ, দুজনকে ২০ এবং একজনকে চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজা মরিগাঁও জেলা আদালতের
মরিগাঁও (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : পৃথক তিনটি যৌন অপরাধ মামলায় দোষী সাব্যস্ত করে তিন অভিযুক্তকে যথাক্রমে ২০ বছর এবং একজনকে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন মরিগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তথা বিশেষ বিচারক (পকসো)। ভুরাগাঁও থানায় ৯৯/২
যৌন অপরাধের অভিযোগে সাজাপ্রাপ্ত তিন অভিযুক্ত


মরিগাঁও (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : পৃথক তিনটি যৌন অপরাধ মামলায় দোষী সাব্যস্ত করে তিন অভিযুক্তকে যথাক্রমে ২০ বছর এবং একজনকে চার বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন মরিগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তথা বিশেষ বিচারক (পকসো)।

ভুরাগাঁও থানায় ৯৯/২০১৮ নম্বর মামলায় আদালত যৌন অপরাধে অভিযুক্ত কুবেদ আলিকে বিএনএস-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। জরিমানা অনাদায়ে তাকে অতিরিক্ত দুই মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, লাহারিঘাট থানার মামলা নম্বর ৮২/২০২২-এ অভিযুক্ত অতুল বরাকে পকসো আইনের ৮ ধারায় দোষী সাব্যস্ত করে চার বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে।

এছাড়া, লাহারিঘাট থানার মামলা নম্বর ৮৮৮/২০২১-এ অভিযুক্ত রজনী দৈমারিকে পকসো আইনের ৬ ধারা এবং বিএনএস-এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। আদালত তাকে পকসো আইনে ২০ বছরের সশ্রম কারাদণ্ড এবং বিএনএস-এর সুনিৰ্দিষ্ট ধারায় অতিরিক্ত ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande