ময়মনসিংহে হিন্দু যুবককে পিটিয়ে নৃশংস হত্যার অভিযোগে গ্রেফতার সাত
ময়মনসিংহ, ২০ ডিসেম্বর (হি.স.) : গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী জনৈক রবিচন্দ্র দাসের বছর ২৭-এর ছেলে দিপুচন্দ্র দাসকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পিটিয়ে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে সাত দুষ্কৃতী
দিপুচন্দ্র দাসের লাশ গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে উন্মত্ত উল্লাস দলবদ্ধ পিশাচের


ময়মনসিংহ, ২০ ডিসেম্বর (হি.স.) : গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা সনাতন ধর্মাবলম্বী জনৈক রবিচন্দ্র দাসের বছর ২৭-এর ছেলে দিপুচন্দ্র দাসকে ভালুকা উপজেলার ডুবালিয়াপাড়া এলাকায় পিটিয়ে নৃশংসভাবে হত্যার সঙ্গে জড়িত অভিযোগে সাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন (রেব)।

গ্রেফতারকৃত সাতজন যথাক্ৰমে মহম্মদ লিমন সরকার (১৯), মহম্মদ তারেক হোসেন (১৯),মহম্মদ মানিক মিয়াঁ (২০), এরশাদ আলি (৩৯), নিজুম উদ্দিন (২০), আলমগির হোসেন (৩৮) এবং মহম্মদ মিরাজ হোসেন আকন (৪৬)।

১৪ নম্বর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই সন্দেহভাজন সাতজনকে গ্রেফতার করেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande