সংখ্যালঘু হিন্দু বাঙালির উপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বাংলা পক্ষের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি
কলকাতা, ২০ ডিসেম্বর ( হি. স.) : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ। শনিবার গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো বিক্ষোভকারী মিছিল করে দূতাবাসে
প্রতিবাদ


কলকাতা, ২০ ডিসেম্বর ( হি. স.) : বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের দফতরের সামনে বিক্ষোভ দেখাল বাংলা পক্ষ। শনিবার গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো বিক্ষোভকারী মিছিল করে দূতাবাসের দিকে এগোতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। ব্যারিকেড ভাঙার চেষ্টা হলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তির পরিস্থিতি তৈরি হয়। শেষ পর্যন্ত ব্যারিকেডের সামনেই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।সংগঠনের অভিযোগ, বাংলাদেশে ইসলামিক মৌলবাদী ও পাকিস্তানপন্থী শক্তির উত্থানে সংখ্যালঘু হিন্দু বাঙালিরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সম্প্রতি ময়মনসিংহে হিন্দু যুবক দীপু দাসকে প্রকাশ্যে পুড়িয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বাংলা পক্ষ। গর্গ চট্টোপাধ্যায় বলেন, “হিন্দু বাঙালির উপর এই নৃশংস অত্যাচার বন্ধ না হলে আন্দোলন আরও তীব্র হবে। ভারত সরকারের উচিত অবিলম্বে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা।”শীর্ষ পরিষদ সদস্য কৌশিক মাইতি ও মহঃ সাহীনও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন। সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বন্ধ, ভিসা প্রদান স্থগিত এবং নির্যাতন বন্ধে কড়া পদক্ষেপের দাবি জানানো হয়। বিক্ষোভে বিভিন্ন জেলার সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande