
আগরতলা, ২০ ডিসেম্বর (হি.স.) : তিপ্রা ইরার নতুন বর্ষকে স্বাগত জানানোর প্রাক্কালে ১৪৩৫ তিপ্রা ইরা ক্যালেন্ডার প্রকাশ করল জনজাতি সংগঠন মুভমেন্ট ফর ককবরক। শনিবার আগরতলা প্রেসক্লাবে এক সাদামাটা অনুষ্ঠানে প্রকাশ করা হয় ১৪৩৫ টি-ই ক্যালেন্ডার।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি রুহী চন্দ্র দেববর্মা নতুন বর্ষ, তিপ্রা ইরার ঐতিহ্য এবং ককবরক ভাষার হরফ বিতর্ক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি জানান, মুভমেন্ট ফর ককবরক দীর্ঘদিন ধরে রোমান স্ক্রিপ্টের পক্ষে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং এই নিয়ে যারা আন্দোলন করছেন, তাদের প্রতি সংগঠনের পূর্ণ সমর্থন রয়েছে।
ককবরক ভাষার হরফ নিয়ে রাজ্য সরকারের তালবাহানা-এর তীব্র সমালোচনা করেন তিনি। একইসঙ্গে সম্প্রতি মুখ্যমন্ত্রীর মন্তব্যেরও প্রতিবাদ জানিয়ে রুহী দেববর্মা বলেন, “জোর করে কোনও স্ক্রিপ্ট চাপিয়ে দেওয়া যায় না।”
ত্রিপুরার রাজা হিমতির বিজয় স্মরণে খ্রিস্টাব্দ ৫৯০ সালে তিপ্রা যুগাব্দ বা তিপ্রা ইরার প্রচলন শুরু হয়। প্রতিবছর একুশে ডিসেম্বর রাতে পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে বিভিন্ন জনজাতি সমাজে ‘ত্রিং উৎসব’ উদযাপিত হয়। রাজ্যের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই ‘ত্রিং উৎসব’-এর প্রস্তুতি জোরকদমে চলছে।
নতুন বর্ষকে সামনে রেখে তিপ্রা ইরার ঐতিহ্য রক্ষায় এবং ভাষাগত পরিচয় বজায় রাখতে ক্যালেন্ডার প্রকাশকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ