বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানে আরারিয়ায় সচেতনতা ও শপথ কর্মসূচি
আরারিয়া, ২০ ডিসেম্বর (হি.স.) : মহিলা ও শিশু উন্নয়ন নিগমের ১০০ দিনের ‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ অভিযানের আওতায় শনিবার আরারিয়া জেলার গোধি টোলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সচেতনতা ও শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা হাব ফর এমপাওয়ার
বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানে আরারিয়ায় সচেতনতা ও শপথ কর্মসূচি


আরারিয়া, ২০ ডিসেম্বর (হি.স.) : মহিলা ও শিশু উন্নয়ন নিগমের ১০০ দিনের ‘বাল্যবিবাহ মুক্ত ভারত’ অভিযানের আওতায় শনিবার আরারিয়া জেলার

গোধি টোলার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সচেতনতা ও শপথ গ্রহণ কর্মসূচির আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা হাব ফর এমপাওয়ারমেন্ট অফ উইমেনের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপভোক্তা মহিলা ও কিশোরীরা অংশ নেন।

অনুষ্ঠানে বাল্যবিবাহ, লিঙ্গভিত্তিক হিংসা ও পণপ্রথার কুফল এবং সংশ্লিষ্ট আইনগত বিধান তুলে ধরা হয়। পাশাপাশি মহিলা হেল্পলাইন ১৮১, ওয়ান স্টপ সেন্টার ও জেলা হাবের মাধ্যমে প্রাপ্ত বিভিন্ন সহায়তা পরিষেবা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করা হয়। শেষে বাল্যবিবাহ ও হিংসামুক্ত, সমতা ভিত্তিক সমাজ গঠনের শপথ গ্রহণ করানো হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande