হাওড়ায় ব্যাঙ্ক কর্মীর রহস্য মৃত্যু, তদন্তে পুলিশ
হাওড়া, ২০ ডিসেম্বর (হি.স.): হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক ব্যাঙ্ক কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম জয়ন্ত চৌধুরী (৫৬)। সূত্রের খবর, তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী ছিলেন। শনিবার সকালে নিজের বাড়ি থেকেই জয়ন্ত-র দেহ উদ্ধ
ডোবা থেকে উদ্ধার এক ব্যক্তির দেহ, মানিকচকের ঘটনায় চাঞ্চল্য


হাওড়া, ২০ ডিসেম্বর (হি.স.): হাওড়ার চ্যাটার্জিহাট থানা এলাকায় এক ব্যাঙ্ক কর্মীর রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম জয়ন্ত চৌধুরী (৫৬)। সূত্রের খবর, তিনি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কর্মী ছিলেন। শনিবার সকালে নিজের বাড়ি থেকেই জয়ন্ত-র দেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, গত তিন থেকে চার দিন ধরে তাঁকে বাড়ির বাইরে বের হতে না দেখতে পেয়ে সন্দেহ হয় এলাকাবাসীর। তাঁরাই খবর দেন স্থানীয় থানায়। পুলিশ এসে জয়ন্ত-র দেহ উদ্ধার করে। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande