ফরিদাবাদে ডাম্পারের ধাক্কায় মৃত বাইক আরোহী
ফরিদাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.): দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে হরিয়ানার ফরিদাবাদের কালী গ্রামের কাছে শুক্রবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী এক ভাই ও বোনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই মহিলার তিন বছরে
ফরিদাবাদে ডাম্পারের ধাক্কায় মৃত বাইক আরোহী


ফরিদাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.): দিল্লি–মুম্বই এক্সপ্রেসওয়েতে হরিয়ানার ফরিদাবাদের কালী গ্রামের কাছে শুক্রবার রাতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ডাম্পারের ধাক্কায় বাইক আরোহী এক ভাই ও বোনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে ওই মহিলার তিন বছরের ছেলে।

শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, চান্দাওয়ালি গ্রামের বাসিন্দা ২২ বছরের নবীন তাঁর দিদি ও তাঁর ছেলেকে নিয়ে মোটরবাইকে বাড়ি ফিরছিলেন। সেই সময় দ্রুতগতির একটি ডাম্পার বাইকটিকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই নবীন ও তাঁর দিদির মৃত্যু হয়। আহত শিশুটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য দিল্লির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, দুর্ঘটনার পর ডাম্পার চালককে আটক করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মৃতদের দেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। গোটা ঘটনার তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande