ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্বান্ত পরিবার, ক্ষতিগ্রস্তদের পাশে বিধায়ক
মালদা, ২০ ডিসেম্বর ( হি. স.): ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল–২ ব্লকের মানিকনগর গ্রামে। শনিবার দুপুর আনুমানিক দু’টো নাগাদ হঠাৎ অগ্নিসংযোগে একই পরিবারের দুটি ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মুহূর
অগ্নি কান্ড


মালদা, ২০ ডিসেম্বর ( হি. স.): ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মালদার চাঁচল–২ ব্লকের মানিকনগর গ্রামে। শনিবার দুপুর আনুমানিক দু’টো নাগাদ হঠাৎ অগ্নিসংযোগে একই পরিবারের দুটি ঘর ও একটি রান্নাঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখায় ঘরের যাবতীয় আসবাবপত্র, কাপড় ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।ক্ষতিগ্রস্ত পরিবারের কর্তা শাহজাহান আলী পেশায় দিনমজুর। পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে অনুমান। আগুনের তীব্রতা দেখে স্থানীয় বাসিন্দারা দ্রুত চাঁচল দমকল কেন্দ্রে খবর দেন। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের প্রায় সবকিছুই পুড়ে নষ্ট হয়ে যায়।ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান মালতিপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সী। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাৎক্ষণিক আর্থিক সাহায্য প্রদান করেন। পাশাপাশি, পরিবারটির জন্য নতুন করে ঘর নির্মাণে সরকারি সহায়তার আশ্বাস দেন বিধায়ক। তাঁর এই উদ্যোগে কিছুটা স্বস্তি ফিরেছে অসহায় পরিবারটির মধ্যে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande