হাইলাকান্দির ১৫টি পঞ্চায়েতে অনুষ্ঠিত সুশাসন সপ্তাহের সভা
হাইলাকান্দি (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় সুশাসন সপ্তাহ পালনের অঙ্গ আজ শনিবার জেলার ১৫টি গ্রাম পঞ্চায়েত (জিপি)-এ ‘জনগণের দুয়ারে সরকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলিতে সরকারি সব বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে কোন বিভাগ থেক
হাইলাকান্দির ১৫টি পঞ্চায়েতে অনুষ্ঠিত সুশাসন সপ্তাহের সভা


হাইলাকান্দি (অসম), ২০ ডিসেম্বর (হি.স.) : হাইলাকান্দি জেলায় সুশাসন সপ্তাহ পালনের অঙ্গ আজ শনিবার জেলার ১৫টি গ্রাম পঞ্চায়েত (জিপি)-এ ‘জনগণের দুয়ারে সরকার’ শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভাগুলিতে সরকারি সব বিভাগের আধিকারিকরা উপস্থিত থেকে কোন বিভাগ থেকে কোন পরিষেবা জনসাধারণ পাচ্ছেন তা তুলে ধরা হয়। পাশাপাশি জনসাধারণের যে সব সমস্যা তা নিরসনে সংশ্লিষ্ট বিভাগ পদক্ষেপ নিয়েছে।

আগামীকাল রবিবার জেলার যে সব জিপিতে সভা অনুষ্ঠিত হবে সেগুলি যতক্রমে সকাল ১১টায় সোনাছড়া-রূপাছড়া, কালিনগর, টান্টু, নারাইণপুর, কাঁটাগাঁও-নিত্যানন্দপুর, বেলা একটায় হরিশনগর, উত্তর কাঞ্চনপুর, কাঞ্চনপুর, শিরিষপুর, নিমাই চাঁদপুর, বিকাল তিনটায় কৈয়া, পাইকান-তোপখানা, পশ্চিম কিত্তারবন্দ, ভাটিরকুপা, বাঁশডর-সামারিকোণা গ্রাম পঞ্চায়েত।

এদিকে আজ শনিবার যে সব জিপিতে সভা অনুষ্ঠিত হয়েছে সেগুলি হলো ধলছড়া, উমেদনগর-চন্দ্রপুর, জামিরা, মোহনপুর চণ্ডীপুর, বর্ণিব্রিজ, পালইছড়া, আলগাপুর-মোহনপুর, লালাছড়া, গাগলাছড়া-জোসনাবাদ, লালাছড়া-বার্নারপুর, মনাছড়া, মাধবপুর-রামপুর, মাধবপুর এবং বাঁশবাড়ি।

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হয়েছে সুশাসন সপ্তাহ, চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande