কড়া নিরাপত্তায় ইউনূসের উপস্থিতিতে হাদিকে সমাধিস্থ করা হল নজরুল ইসলামের সমাধির পাশে
ঢাকা, ২০ ডিসেম্বর (হি. স.) : কড়া নিরাপত্তার মাঝে শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে নিহত ছাত্রনেতা শরিফ ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হয়। মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ই
কড়া নিরাপত্তায় ইউনূসের উপস্থিতিতে হাদিকে সমাধিস্থ করা হল নজরুল ইসলামের সমাধির পাশে


ঢাকা, ২০ ডিসেম্বর (হি. স.) : কড়া নিরাপত্তার মাঝে শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে নিহত ছাত্রনেতা শরিফ ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হয়। মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়।

গত সপ্তাহে ঢাকার ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে মুখোশধারী বাইক আরোহী হামলাকারীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও সেখানেই তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা বাংলাদেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জনতার হিংসাত্মক তাণ্ডব শুরু হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দশকেরও বেশি আগে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছিলেন ওসমান। হাদির মৃত্যুর পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশের একাধিক সংবাদমাধ্যমের দফতর, সাংস্কৃতিক কেন্দ্র এবং রাজনৈতিক কার্যালয়ে হামলা চালানো হয়। পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় ময়মনসিংহে, যেখানে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে পরে তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande