ভারত-দক্ষিণ আফ্রিকা:হার্দিক পান্ডিয়া একজন ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম টি-২০ ফিফটি করলেন
আহমেদাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়েছেন। ভারতের ইনিংসের ১৭তম ওভা
ভারত-দক্ষিন আফ্রিকা:হার্দিক পান্ডিয়া একজন ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম টি-২০ ফিফটি করলেন


আহমেদাবাদ, ২০ ডিসেম্বর (হি.স.) : শুক্রবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে ভারতীয় ব্যাটসম্যান হার্দিক পান্ডিয়া দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি ফিফটি হাঁকিয়েছেন।

ভারতের ইনিংসের ১৭তম ওভারে করবিন বোশের বোলিংয়ে একটি ছক্কা মেরে ১৬ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন এই অলরাউন্ডার। তার ইনিংসে ছিল চারটি চার এবং পাঁচটি ছক্কা।

হার্দিকের চেয়ে কম বলে ফিফটি হাঁকানো একমাত্র ভারতীয় হলেন যুবরাজ সিং, যিনি প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ১২ বলে হাফ সেঞ্চুরি করেছিলেন। সেই খেলায় বাঁহাতি এই ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রডকে এক ওভারে ছয়টি ছক্কা মেরে বিখ্যাত হয়েছিলেন।

টি-টোয়েন্টিতে ভারতীয়দের দ্রুততম অর্ধশতক:

**যুবরাজ সিং - ১২ বল - ভারত বনাম ইংল্যান্ড - ২০০৭

**হার্দিক পান্ডিয়া - ১৬ বল - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা - ২০২৫

**অভিষেক শর্মা - ১৭ বল - ভারত বনাম ইংল্যান্ড - ২০২৫

**কেএল রাহুল - ১৮ বল - ভারত বনাম স্কটল্যান্ড - ২০২১

**সূর্যকুমার যাদব - ১৮ বল - ভারত বনাম দক্ষিণ আফ্রিকা - ২০২২

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande