দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত
আহমেদাবাদ, ২০ ডিসেম্বর(হি.স.): শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে সুরিয়াকুমারের দল। আহমেদাবাদে ব্যাটিং সহায়ক উইকেটে শুক্রবার ২০ ওভারে ভারত করে ২৩১ রান। জবাবে এই রান সামনে রেখে প্রথমদিকে জয়ের দিকে এগোচ্ছিল দ
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত


আহমেদাবাদ, ২০ ডিসেম্বর(হি.স.): শেষ টি-টোয়েন্টিতে ৩০ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিয়েছে সুরিয়াকুমারের দল।

আহমেদাবাদে ব্যাটিং সহায়ক উইকেটে শুক্রবার ২০ ওভারে ভারত করে ২৩১ রান। জবাবে এই রান সামনে রেখে প্রথমদিকে জয়ের দিকে এগোচ্ছিল দক্ষিণ আফ্রিকা। একাদশ ওভার পর্যন্ত তাদের রান ছিল ১ উইকেটে ১২০ রান। শেষ পর্যন্ত সেখান থেকে পথ হারিয়ে ৮ উইকেটে ২০১ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ম্যাচের সর্বোচ্চ ৭৩ রান করেন তিলাক। তার ৪২ বলের ইনিংসটিতে ছিল ১০ চার ও একটি ছক্কা। আর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে দ্বিতীয় দ্রুততম ফিফটির রেকর্ড গড়ে ৫টি করে চার ও ছক্কায় ২৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন পান্ডিয়া। তাদের চতুর্থ উইকেট জুটিতে ১০৫ রান আসে ৪৪ বলে।

দক্ষিণ আফ্রিকার হয়ে ৯ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ৬৫ রানের ইনিংস খেলেন ওপেনার কুইন্টন ডিক কক। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করতে পারেন ডেওয়াল্ড ব্রেভিস।

৫৩ রানে ৪ উইকেট নিয়ে ভারতের সফলতম বোলার রহস্য স্পিনার বরুন চক্রবর্তি। চার ওভারে মাত্র ১৭ রান দিয়ে ২টি উইকেট নেন পেসার জাসপ্রিত বুমরাহ। ডি ককের গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনিই।

খুনে ব্যাটিংয়ের পর বল হাতে একটি উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন পান্ডিয়া।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande