জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন পরিদর্শনে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর (হি. স.) : কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন ঘুরে দেখলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি। জানা গিয়েছে, আগামী ১৭ই জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী ভবনের উদ্বোধন
জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন পরিদর্শনে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি


জলপাইগুড়ি, ২০ ডিসেম্বর (হি. স.) : কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন ঘুরে দেখলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি।

জানা গিয়েছে, আগামী ১৭ই জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী ভবনের উদ্বোধন করা হবে।ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শনিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিরা ভবন পরিদর্শন করেন।বিচারপতিদের সঙ্গে ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার ও জেলাশাসক, পুলিশ সুপাররা।

প্রসঙ্গত, ২০১৯ সালে জলপাইগুড়ি স্টেশন রোড়ে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাক বাংলোতে অস্থায়ীভাবে সার্কিট বেঞ্চ শুরু হয়। বর্তমানে পাহারপুর গ্রামপঞ্চায়েত ২৭ নম্বর জাতীয় সড়কের ধারে ৪০ একর জায়গায় গড়ে উঠেছে স্থায়ী ভবন। আগামী ১৭ই জানুয়ারি হবে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande