আগামী মাসে শুরু আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল (আইকেএসএফএফ) ২০২৬ শুরু হতে চলেছে। একাধিক জায়গায় টানা ছ’দিন ধরে চলবে সিনেমা-উৎসব। বিশ্বের ৩২টি দেশের ছবি নিয়ে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে জায়গা
আগামী মাসে শুরু আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল


কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল

(আইকেএসএফএফ) ২০২৬ শুরু হতে চলেছে। একাধিক জায়গায় টানা ছ’দিন ধরে চলবে সিনেমা-উৎসব। বিশ্বের ৩২টি দেশের ছবি নিয়ে আয়োজন করা হচ্ছে এই আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল, যেখানে জায়গা পেয়েছে ২৫০টিরও বেশি নির্বাচিত ছবি।

ফেস্টিভ্যালের সূচনা হবে ২০ জানুয়ারি, অ্যাডামাস ইউনিভার্সিটিতে। উদ্বোধনী দিনে উপস্থিত থাকবেন সুমন মৈত্র, অনিমেষ গাঙ্গুলী, অশোক রায়, ফেস্টিভ্যাল চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, ডিরেক্টর শাশ্বতী গুহ চক্রবর্তী-সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও থাকবেন চ্যান্সেলর, ডিন ও অধ্যাপকরা। ওই দিন থেকেই শুরু হবে সেমিনার ও স্ক্রিনিং।

২১ জানুয়ারি, অনুষ্ঠান স্থানান্তরিত হবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে। সেখানে আয়োজন করা হচ্ছে মাস্টারক্লাস, সেমিনার ও ফিল্ম স্ক্রিনিং। মাস্টারক্লাস নেবেন অধ্যাপক সঞ্জয় মুখোপাধ্যায়। আলোচনায় অংশ নেবেন নন্দিনী ভট্টাচার্য, অপরাজিতা ঘোষ, অনিমেষ গাঙ্গুলী, অশোক রায়, সৌরভ চক্রবর্তী, শাশ্বতী গুহ চক্রবর্তী-সহ আরও অনেকে। এখানেও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্তারা উপস্থিত থাকবেন।

ফেস্টিভ্যালের শেষ পর্ব অনুষ্ঠিত হবে ২৩ থেকে ২৫ জানুয়ারি, কলকাতার রোটারি সদনে। এই তিন দিনে চলবে স্ক্রিনিং, সিনিব্রিজ প্রোগ্রাম, ট্রেলার লঞ্চ, বিশেষ প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিনিধিদের উপস্থিতিতে জমজমাট হতে চলেছে এই পর্ব।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande