
কলকাতা, ২০ ডিসেম্বর (হি . স. ) : ২১ ডিসেম্বর, রবিবার কলকাতায় ম্যারাথনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা আংশিক সময়ের জন্য বন্ধ থাকবে, নিয়ন্ত্রিত হবে যান চলাচল। এ দিন কলকাতার যান চলাচলে বেশ কিছু বড় পরিবর্তন ও বিধিনিষেধ জারি হয়েছে। ফলে রবিবার ছুটির সকালে বেরোনোর আগে অবশ্যই দেখে নিন কোন কোন রাস্তায় এই বিধিনিষেধ থাকছে।
* ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, এজেসি বোস রোড এবং জেএল নেহেরু রোডের মতো প্রধান রাস্তাগুলিতে মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ।
* ট্রাম পরিষেবা সকাল ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনিন সরণি, এজেসি বোস রোড, পার্ক স্ট্রিট, বালিগঞ্জ সার্কুলার রোড এবং রাসবিহারী অ্যাভিনিউ-সহ একাধিক রুটে বন্ধ থাকবে।
সম্পূর্ণ বন্ধ রাস্তা (ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত)
* রেড রোড (২০ ডিসেম্বর রাত ১১টা থেকে বন্ধ)
* মেয়ো রোড, খিদিরপুর রোড, হসপিটাল রোড, ডাফরিন রোড ও আউটরাম রোড
* ক্যাসুরিনা অ্যাভিনিউ এবং কুইন্স ওয়ে
* এজেসি বোস রোড (এক্সাইড ক্রসিং থেকে হেস্টিংস ক্রসিং পর্যন্ত)
নিয়ন্ত্রিত রাস্তা (ভোর ৪টে থেকে)
* গড়িয়াহাট ফ্লাইওভার: ফ্লাইওভারের পূর্ব দিকের অংশ দিয়ে উত্তরমুখী যান চলবে এবং নিচের রাস্তা দিয়ে দক্ষিণমুখী যান চলবে
* বালিগঞ্জ সার্কুলার রোড: পূর্বমুখী গাড়িগুলিকে রিচি রোড দিয়ে ঘোরানো হবে
* শরৎ বোস রোড: দক্ষিণমুখী গাড়িগুলি দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াহাট ক্রসিং হয়ে গোলপার্কের দিকে ঘোরানো হতে পারে
* এসপি মুখার্জি রোড: দক্ষিণমুখী গাড়ি হাজরা মোড় বা রাসবিহারী ক্রসিং থেকে ঘুরিয়ে দেওয়া হবে
বাস ও মিনিবাসের রুট পরিবর্তন
* বেহালা রুটের বাস: টালিগঞ্জ সার্কুলার রোড দিয়ে যাতায়াত করবে।
* হাওড়াগামী বাস: এজেসি বোস রোড থেকে এসএন ব্যানার্জি রোড বা পার্ক সার্কাস সেভেন পয়েন্ট হয়ে যেতে পারে।
* হাজরা, এসপ্ল্যানেড, হাওড়াগামী বাসগুলিকে প্রিন্স আনোয়ার শাহ রোড ও ডিপিএস রোড ক্রসিং দিয়ে পূর্বে ঘুরিয়ে দেওয়া হবে।
বিকল্প রাস্তা
* সুইনহো স্ট্রিট বা বন্ডেল রোড হয়ে গড়িয়াহাট ক্রসিং ব্যবহার করুন।
* গড়িয়াহাট রোডের পশ্চিম দিকটি রাস্তাটি ম্যারাথনের জন্য ব্যবহার করা হবে, তাই যাতায়াতের জন্য পূর্ব দিক ব্যবহার করতে হবে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত