শ্মশানে দাহ ঘিরে তীব্র সংঘর্ষ,চেতলায় মেয়রের বাড়ির সামনে অবরোধ, উত্তেজনা
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : শুক্রবার রাতে কেওড়াতলা শ্মশানে দাহ করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় দু’পক্ষের অন্তত তিন জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রাতের দ
শ্মশানে দাহ ঘিরে তীব্র সংঘর্ষ,চেতলায় মেয়রের বাড়ির সামনে অবরোধ, উত্তেজনা


কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : শুক্রবার রাতে কেওড়াতলা শ্মশানে দাহ করা নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে তীব্র সংঘর্ষে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনায় দু’পক্ষের অন্তত তিন জন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।

পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রাতের দিকে মেয়র ফিরহাদ হাকিমের বাড়ির সামনে চেতলা রোডে প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলে। শনিবারও পরিস্থিতি রয়েছে থমথমে। এলাকায় রয়েছে বাড়তি পুলিশবাহিনী। শ্মশানের মতো সংবেদনশীল জায়গায় এমন ঘটনার জেরে স্বাভাবিক ভাবেই উদ্বেগ ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। পরিস্থিতি যাতে নতুন করে ঘোরালো না হয়, সে জন্য প্রশাসন সতর্ক রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে দাহের জন্য শ্মশানে আসা একটি দলের সঙ্গে স্থানীয় কয়েক জনের কথাকাটাকাটি হয়। সেই তর্কই দ্রুত সংঘর্ষে রূপ নেয়। শ্মশানযাত্রীদের উপর স্থানীয়দের একাংশ চড়াও হয় বলে অভিযোগ। এর পরই দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়, ছড়িয়ে পড়ে উত্তেজনা।

ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনীও নামানো হয়। পুলিশি হস্তক্ষেপে শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং চেতলা রোডের অবরোধ তুলে নেওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। সংঘর্ষে কারা জড়িত ছিলেন, কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠল, তা খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় আপাতত নজরদারি বাড়ানো হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande