বাংলাদেশ প্রসঙ্গে বাম আমলে সংবাদমাধ্যমের ওপর আক্রমণ স্মরণ করালেন কুণাল
কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর আক্রমণ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে বাম আমল স্মরণ করালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বৃহস্পতিবার রাতে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশের প্রথম সারির বাংলা দৈ
কুনাল ঘোষ


কলকাতা, ২০ ডিসেম্বর (হি. স. ) : বাংলাদেশে সংবাদমাধ্যমের ওপর আক্রমণ প্রসঙ্গে পশ্চিমবঙ্গে বাম আমল স্মরণ করালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

বৃহস্পতিবার রাতে ব্যাপক হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগে ধ্বংসস্তূপে পরিণত হয় বাংলাদেশের প্রথম সারির বাংলা দৈনিক ‘প্রথম আলো’ এবং ইংরেজি দৈনিক ‘ডেইলি স্টার’-এর কার্যালয়। ভবন দুটি যেন ধ্বংসস্তূপে পরিণত হয়। এর প্রেক্ষিতে শনিবার এক্সবার্তা এবং ফেসবুকে কুণাল লিখেছেন, “বাংলাদেশে দৈনিক ‘প্রথম আলো’, ‘দি ডেইলি স্টারের’ উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ। কিন্তু এই বাংলায় হামলা করে আনন্দবাজার পত্রিকা দিনের পর দিন বন্ধ রাখা বা শিলিগুড়িতে উত্তরবঙ্গ সংবাদের উপর হামলা করে তাদের কর্মীকে হত্যা, পুলিশ নীরব দর্শক, ভুলে গেলেন কমরেড? তখন ফেসবুক ছিল না বলে মানুষ ভুলে যাবে সব! এত সহজ?”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande