
হাওড়া, ২০ ডিসেম্বর ( হি. স.)-হাওড়ার বাঁকড়া এলাকার ডি কিউ হাই মাদ্রাসা স্কুলকে ঘিরে চরম অব্যবস্থার অভিযোগ উঠল। অভিযোগ, ২০ ডিসেম্বর ২০২৫ প্রাইমারি বিভাগের ছাত্রছাত্রীদের রেজাল্ট দেওয়ার ঘোষণা করা হয়েছিল স্কুল কর্তৃপক্ষের তরফে। সেই অনুযায়ী শনিবার ভোর ছ’টা নাগাদ পড়ুয়া ও তাদের অভিভাবকেরা স্কুলে এসে দেখেন, মূল ফটকে তালা ঝুলছে।কনকনে ঠান্ডার মধ্যেও দীর্ঘক্ষণ স্কুলের সামনে দাঁড়িয়ে থাকলেও স্কুল খোলা হয়নি। কোনও রকম পূর্ব নোটিস ছাড়াই স্কুল বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, গুরুত্বপূর্ণ ফলাফল ঘোষণার দিনে এভাবে স্কুল বন্ধ রাখা সম্পূর্ণ দায়িত্বজ্ঞানহীনতা।এ বিষয়ে প্রধান শিক্ষক নিরঞ্জন বাবুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও স্পষ্ট উত্তর দিতে পারেননি। তিনি শুধু বলেন, “সার্কেলের কাজ চলছে, আমি ব্যস্ত আছি।” অন্যদিকে এক সহকারী শিক্ষকের সঙ্গে কথা বললে তিনিও দায় এড়িয়ে যান। তাঁর বক্তব্য, তিনি বর্তমানে এসআইআর সংক্রান্ত কাজে নিযুক্ত থাকায় স্কুলে যাচ্ছেন না এবং বিষয়টি সম্পর্কে কিছু বলতে পারবেন না।শিক্ষকদের এমন মনোভাব দেখে অভিভাবকদের প্রশ্ন, “মাইনে পাওয়া হলে দায়িত্ব কোথায়?” গোটা ঘটনায় স্কুল প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। অবিলম্বে কর্তৃপক্ষের হস্তক্ষেপ ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবকেরা।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়