

কলকাতা, ২০ ডিসেম্বর (হি.স.): লরেটো কলেজ ইনকিউবেশন সেন্টার এর উদ্যোগে শনিবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হল উইন্টার ওয়ান্ডারলেন। নস্টালজিয়া ও নতুন সূচনার মেলবন্ধনকে কেন্দ্র করে আয়োজিত তরুণ উদ্যোগপতিদের প্রতিভা ও উদ্ভাবনী চিন্তাধারার এই মঞ্চ একত্র করতে সফল হয়েছে ছাত্রছাত্রী, স্টার্টআপ এবং শিল্পক্ষেত্রের প্রতিনিধিদের।
৭০টিরও বেশি স্টলে উঠে আসে প্রচুর নতুন ব্র্যান্ড, সৃজনশীল উদ্যোগ। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ছিল শহরের বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী পড়ুয়া তথা উদ্যোক্তাদের পরিচালিত ৫০টি স্টল। এটিকে তরুণ প্রজন্মের মধ্যে বাড়তে থাকা উদ্যোগী মানসিকতার প্রতিফলন হিসাবেই দেখছেন কলেজ কর্তৃপক্ষ। তাঁদের তরফে জানানো হয়েছে, এই অনুষ্ঠানটি ছাত্রছাত্রীদের জন্য একটি অভিনব মঞ্চ হিসেবে কাজ করেছে, যেখানে তারা নিজেদের চিন্তাধারাকে পরীক্ষা করার পাশাপাশি সরাসরি গ্রাহকদের সঙ্গে যোগাযোগ স্থাপন এবং পেশাগত সংযোগ গড়ে তোলার সুযোগ পেয়েছে।
উল্লেখ্য, উইন্টার ওয়ান্ডারলেন মূলত দক্ষতার বিকাশ, নেতৃত্ব, এবং স্টার্টআপ-এর উপর জোর দেয়, যা ক্লাসরুমের বাইরে হাতে-কলমে শেখার অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। অনুষ্ঠানের টাইটেল স্পনসর থেকে অংশগ্রহণকারী সংস্থার মধ্যে ছিল বহু জনপ্রিয় পণ্যের ব্র্যান্ড।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ