ভোপালে মেট্রো উদ্বোধন, নগর পরিকাঠামো উন্নয়নে নতুন অধ্যায়
ভোপাল, ২০ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে শনিবার আধুনিক মেট্রো রেল পরিষেবার সূচনা করলেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী মনোহর লাল খট্টর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। প্রথম ধাপে সুভাষ নগর থেকে এমস পর্যন্ত প্রায
ভোপালে মেট্রো উদ্বোধন, নগর পরিকাঠামো উন্নয়নে নতুন অধ্যায়


ভোপালে মেট্রো উদ্বোধন, নগর পরিকাঠামো উন্নয়নে নতুন অধ্যায়


ভোপাল, ২০ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে শনিবার আধুনিক মেট্রো রেল পরিষেবার সূচনা করলেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী মনোহর লাল খট্টর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। প্রথম ধাপে সুভাষ নগর থেকে এমস পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ প্রায়োরিটি করিডরে মেট্রো চলাচল শুরু হচ্ছে। রবিবার থেকে সাধারণ যাত্রীরা মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন।

এদিন ভোপালে উত্তর ও মধ্য ভারতের নগর উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত ও আত্মনির্ভর ভারত গড়তে হলে শহরগুলির পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন অপরিহার্য। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে অবকাঠামো উন্নয়ন, আবাসন, নগর পরিবহণ ও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেন। তিনি জানান, ভোপাল মেট্রো শহরের আধুনিক, সবুজ ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

উল্লেখ্য, ১০,০৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০.৮ কিলোমিটার দীর্ঘ ভোপাল মেট্রো প্রকল্প শহরের পরিবহন ব্যবস্থাকে আধুনিক, দ্রুত ও পরিবেশবান্ধব করে তুলবে বলে আশা করা হচ্ছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande