

ভোপাল, ২০ ডিসেম্বর (হি.স.): মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে শনিবার আধুনিক মেট্রো রেল পরিষেবার সূচনা করলেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী মনোহর লাল খট্টর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ড. মোহন যাদব। প্রথম ধাপে সুভাষ নগর থেকে এমস পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ প্রায়োরিটি করিডরে মেট্রো চলাচল শুরু হচ্ছে। রবিবার থেকে সাধারণ যাত্রীরা মেট্রো পরিষেবা ব্যবহার করতে পারবেন।
এদিন ভোপালে উত্তর ও মধ্য ভারতের নগর উন্নয়ন সংক্রান্ত আঞ্চলিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎ ও আবাসন মন্ত্রী মনোহর লাল খট্টর বলেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত ও আত্মনির্ভর ভারত গড়তে হলে শহরগুলির পরিকল্পিত ও সমন্বিত উন্নয়ন অপরিহার্য। কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে অবকাঠামো উন্নয়ন, আবাসন, নগর পরিবহণ ও পরিবেশবান্ধব প্রকল্প বাস্তবায়নের ওপর তিনি গুরুত্ব দেন। তিনি জানান, ভোপাল মেট্রো শহরের আধুনিক, সবুজ ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
উল্লেখ্য, ১০,০৩৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৩০.৮ কিলোমিটার দীর্ঘ ভোপাল মেট্রো প্রকল্প শহরের পরিবহন ব্যবস্থাকে আধুনিক, দ্রুত ও পরিবেশবান্ধব করে তুলবে বলে আশা করা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য